বঙ্গমাতা বঙ্গবন্ধুর প্রেরণার উৎস ছিলেন: চবি উপাচার্য
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেসে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।
উপাচার্য বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস। তিনি ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন।
ম্যুরাল উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত উপস্থিত ছিলেন।