০৭ আগস্ট ২০২১, ১০:২০

চবি অধ্যাপকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

চবির অধ্যাপকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক  © টিডিসি ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোকবার্তায় ব্যারিস্টার নওফেল বলেন, ড. গাজী সালেহ উদ্দিন সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী আন্দোলনের প্রথম সারির সংগঠক ছিলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন অকুতোভয় সৈনিককে আমরা হারালাম। এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।