করোনায় চবির সাবেক প্রক্টর অধ্যাপক গাজী সালাহ উদ্দীনের মৃত্যু

অধ্যাপক গাজী সালাহ উদ্দীন
অধ্যাপক গাজী সালাহ উদ্দীন  © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালাহ উদ্দীন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

শুক্রবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গাজী সালাহ উদ্দীনের ছেলে সালেহীন তানভীর গাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক গাজী সালাহ উদ্দীন সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।  

অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, দেশ একজন মুক্তবুদ্ধিচর্চার স্বাধীনতার পক্ষের প্রগতিশীল আলোকিত মানুষকে হারালো। স্রোতের বিপরীতে তিনি নীতি আদর্শে আমৃত্যু অবিচল ছিলেন।  

বিবৃতি দাতারা হলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি. কে বিশ্বাস ও নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী।  

নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যলদের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সক্রিয়া ভূমিকা পালন করেন তিনি। 


সর্বশেষ সংবাদ