কুমিল্লায় ঢাবি শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলা

জাহিদুল হক মজুমদার ও ঢাবি লোগো
জাহিদুল হক মজুমদার ও ঢাবি লোগো  © ফাইল ফটো

সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুল হক মজুমদার। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে।

বুধবার (৪ আগস্ট) রাতে উপজেলার একবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি জাহিদুল হক মজুমদার নিজেই নিশ্চিত করেছেন।

জাহিদুল হক মজুমদার বলেন, মাগরিবের নামাজের পর আমি স্থানীয় একবাড়িয়া বাজারে দাদার জন্য ওষুধ কিনতে যাই। বাজারে ঢুকতেই পূর্ব শত্রুতার জেরে সালেহ ভূঁইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালিগালাজের কারণ জানতে চাইলে সালেহ ভূঁইয়া ও রুহুল আমিন পন্ডিতের কথামতো সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা করে। আমার বুকে ঘুষি এবং লাত্থি মারতে থাকে। এতে আমার শরীরের কয়েক জায়গায় মারাত্নকভাবে জখম হয়।

এসময় এলাকার গ্ৰাম পুলিশ ও বাজারের লোকজন এসে আমাকে রক্ষা করে। আমার মানিব্যাগে থাকা কয়েক মাসের জমানো এগারো হাজার দুইশত টাকা তাঁরা পকেট থেকে কেড়ে নিয়ে নেয়।

তিনি বলেন, হামলাকারীরা সংখ্যায় সাত আটজনের উপরে ছিলো। এদের বেশিরভাগই এলাকায় মাদক ব্যাবসার সাথে জড়িত। হামলাকারী রুহল আমিন পন্ডিত ও তাঁর ছেলে এলাকায় মাফিয়া হিসেবে পরিচিত।

জাহিদুল মজুমদার বলেন, এ ঘটনায় আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের গ্ৰামের বাড়ির সামনে দিয়েই আমাদের উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতে হয়। তাই যেকোনো সময় আমার ওপর আবার জীবননাশের মতো বড় কোন হামলা হতে পারে।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ