০৪ আগস্ট ২০২১, ১৮:৫০

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নেয়ার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে এই পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণের পরামর্শ দেয়া হলো। তাদের সকলকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে এই টিকা গ্রহণের সুযোগ নেয়ার অনুরোধ করা হলো। কোভিড-১৯ প্রতিরোধ ও সকলের স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’