বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত

বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত
বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গত ১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে।

সম্প্রতি রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর পরিচালক স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৭-২০১৮ সালে এসএসসি ও ২০১৯-২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ৭.৫ পেতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে পাওয়া যাবে না।

এতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার সময় একঘণ্টা। ১০০ নম্বরের পরীক্ষায় জীববিজ্ঞান-৪০, রসায়ন-৩০, ইংরেজি-২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আবেদন ফি বিকাশের মাধ্যমে দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি

 


সর্বশেষ সংবাদ