শোকাবহ আগষ্টের প্রথম দিনে চবির বিভিন্ন জায়গায় ব্যানার স্থাপন

শোকাবহ আগষ্টের প্রথম দিনে চবির বিভিন্ন জায়গায় ব্যানার স্থাপন
শোকাবহ আগষ্টের প্রথম দিনে চবির বিভিন্ন জায়গায় ব্যানার স্থাপন  © সংগৃহীত

শোকাবহ আগষ্টের প্রথম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোক জ্ঞাপক ড্রপডাউন ব্যানার স্থাপন করেছে কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নেতৃত্বে চবি’র প্রশাসনিক ভবনে এ ব্যানার স্থাপন উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবং সহকারী প্রক্টরবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, মহাকালের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হত না। ঘাতকরা জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশকে বিশ্ব-মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তাদের সে অভিলাস পুরণ হয়নি। আজ বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।


সর্বশেষ সংবাদ