চবি ক্যাম্পাসে তিন দোকানে চুরি, প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহজালাল হলের সামনে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাউছিয়া কুলিং কর্ণার,আবুল কাশেম কুলিং কর্ণার এবং প্রন্সি সেলুনে চুরি হয়েছে।

গাউছিয়া কুলিং কর্ণারের কর্মচারীর মোবাইল ফোনসহ বেশ কিছু মালামাল নিয়ে যাওয়া হয়েছে। আবুল কাশেম কুলিং কর্ণার থেকেও মালামালসহ নগদ অর্থ লুট করা হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে তাদের সময় খুব খারাপ যাচ্ছে। অনেক দোকানদারকে দিনমজুর খাটতে হচ্ছে। তারা চবি প্রশাসনের উপর নির্ভরশীল হওয়াতে প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, ‘দোকানের মালিক একজনকে সন্দেহজনকভাবে এনেছিলেন। দুইজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। প্রক্টর ও দোকান মালিক সমিতির সদস্যরা ওই ছেলের মুচলেকা নিয়েছেন।’


সর্বশেষ সংবাদ