এবার করোনায় মারা গেলেন ইবির আইন বিভাগের অধ্যাপক
প্রাণঘাতী করোনাভাইরাসে এবার মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার (ইন্নলিল্লাহে...রাজিউন)। সোমবার (২৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন তার হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইন বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীকালে তার শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতে থাকলে রোববার (২৫ জুলাই) থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার দিনগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।