ঢাবি থেকে আটক ৪ বখাটেকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে
মদ্যপান ও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে চার বখাটেকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে ওই চার বখাটেকে আটক করা হয়। মাদক সেবনের অভিযোগে আজ শুক্রবার (২৩ জুলাই) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
চার বখাটে হলেন পুরান ঢাকার আরমানিটোলা এলাকার শাহিন হক ওরফে শ্রাবণ (১৮) ও আরিফ আহমেদ (১৮), নাজিম উদ্দিন রোড এলাকার কাওছার আহমেদ (২৪) এবং পিরোজপুর থেকে পুরান ঢাকায় আসা মো. শাওন (১৮)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তন চত্বর দিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার পথে ওই চারজন যানবাহন নিয়ন্ত্রণে ব্যবহৃত প্লাস্টিকে লাথি দেন। মেয়েদের উত্ত্যক্ত করেন। উপস্থিত লোকজনের সন্দেহ হলে মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় তারা চারজনকে আটক করেন। কাওছার আহমেদ নামের একজনের কাছে থাকা ব্যাগে মদের বোতল পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে যায়।
প্রক্টরিয়াল টিমের মাধ্যমে গতকাল বিকেলেই চার তরুণকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক বলেন, চারজনই মাদক সেবনের কথা স্বীকার করেছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় সনদ আনা হয়। তাদের বিরুদ্ধে আজ মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা করা হয়েছে।