ঢাবির শতবর্ষপূর্তিতে ভিসি ভবন চত্বরে দুষ্প্রাপ্য গাছের চারা রোপন

গাছের চারা রোপন করেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
গাছের চারা রোপন করেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভেষজ গুণসম্পন্ন একটি দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপন করেন। আজ সোমবার (১৯ জুলাই) উপাচার্য ভবন চত্বরে এটি রোপন করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং উপাচার্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ চিরহরিৎ বৃক্ষ। এটি এখন একটি দুষ্প্রাপ্য গাছ। এই গাছ Elaeocarpaceae পরিবারভুক্ত Elaeocarpus গণের উদ্ভিদ। এর অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে Elaeocarpus Ganitrus প্রজাতিটি অন্যতম।

রুদ্রাক্ষ গাছ দেখতে অনেকটা বকুল গাছের মত। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের। এই ফলের বহিরাবরণ সরিয়ে নিলে রুদ্রাক্ষ বেরিয়ে পড়ে। এই ফল মৃগীরোগীদের জন্য উৎকৃষ্ট।


সর্বশেষ সংবাদ