১৭ জুলাই ২০২১, ২৩:২৯

অনাবাসিক শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য চেয়েছে জাবি

করোনা টিকা  © ফাইল ফটো

অনাবাসিক শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্তৃপক্ষ। আজ শনিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি গবেষক এবং উইকেন্ড-ইভনিং কোর্স এ অধ্যয়নরত অনাবাসিক শিক্ষার্থীদের ১৮ জুলাই (রবিবার) দুপুর ১২টার মধ্যে লিংকে প্রবেশ করে এনআইডি নম্বরসহ অন্যান্য তথ্য প্রদান করতে বলা হয়।

তথ্য প্রদানের জন্য এমফিল এবং পিএইচডি গবেষকদেরকে এই লিংক (https://forms.gle/ZDZdYbGVqz2dMuZw6) ও উইকেন্ড-ইভনিং শিক্ষার্থীদেরকে এই লিংক (https://forms.gle/oA7XXrG9Ve4A9KAh7) ব্যবহার করতে বলা হয়েছে। তবে এনআইডি ছাড়া অন্যান্য তথ্য প্রদান করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য গ্রহণ সর্বশেষ পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীদের এনআইডি নেই তাদের এ সংক্রান্ত তথ্য গ্রহণ এখনো শুরু হয়নি। এসব শিক্ষার্থীদের দ্রুত এনআইডি কার্ড করার আহবান জানিয়েছে জাবি প্রশাসন।