জাবিতে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্বে আবির-আলিফ

আবির ও আলিফ
আবির ও আলিফ  © টিডিসি ফটো

সোসাইটি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সংগঠনটির প্রচার সম্পাদক তামিম ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবির হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলিফ বিন হাসান।

কমিটির অন্যান্যরা হলেন, খন্দকার জুবায়ের জহির আবেশ (সহ-সাধারণ সম্পাদক), শারাফ আনজুম মিশি (সহ-সাধারণ সম্পাদক), ফারিহা হাসান আরশি (সাংগঠনিক সম্পাদক), সৈয়দা রুকাইয়া বিনতে ইমাম তুনায (সহ-সাংগঠনিক সম্পাদক), আরিফা সুলতানা রিতু (কোষাধ্যক্ষ), শামসুন নাহার (সম্পাদক,পাবলিক রিলেশন), মুজাহিদ বান্নাহ (সম্পাদক, ডিজাইন), ওয়াসিফ ফুয়াদ সিয়াম (সম্পাদক, রিসার্চ), শাহরিয়ার ইমন (সম্পাদক- প্রোকিউরমেন্ট), রাকিব (সম্পাদক- প্রশাসন), তামিম ইসলাম (সম্পাদক- মিডিয়া), ফারিহা হায়দার (সম্পাদক- প্রমোশন), ফারহাতুল কুবরা নাইমা (সম্পাদক,দক্ষতা উন্নয়ন), আয়েশা আক্তার ইতি ( সম্পাদক, সোশ্যাল ওয়েলফেয়ার), আবু সাদাত মো. সায়েম (সম্পাদক- করপোরেট), সোহাম সরকার (সম্পাদক- ইনোভেশন), জোহাইর পূর্ণা (সম্পাদক- পাবলিকেশন), হামিদা জান্নাত মনি (সহ-সম্পাদক, সোশ্যাল ওয়েলফেয়ার), রাইসা সাইয়ারা (সহ-সম্পাদক, পাবলিকেশন), শারমিন মৌরি (সহ-সম্পাদক, সোশ্যাল ওয়েলফেয়ার), সরদার রাইয়ান আহমেদ (সহ-সম্পাদক- প্রশাসন), সিয়াম হাসান (সহ-সম্পাদক- প্রোকিউরমেন্ট), তাহেরা সিদ্দিকা (সহ-সম্পাদক, রিসার্চ), মেহবুবা অনয় (সহ-সম্পাদক, প্রমোশন), মরিয়ম আক্তার মায়া (সহ-সম্পাদক,মিডিয়া)।

এ সময় সংগঠনটির উপদেষ্টা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মেহেদী হাসান, ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস এর প্রভাষক মুনির মাহমুদ ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সানজিদা মিম ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।

সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Social Welfare, Entrepreneurship এবং Model United Nations এই তিনটি বিভাগে কার্যক্রম পরিচালনা করে।


সর্বশেষ সংবাদ