১৫ জুলাই ২০২১, ১১:৫৫

বিশ্ববিদ্যালয়ের বাস পাচ্ছে না জাবি শিক্ষার্থীরা

জাবি বাস  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঈদ উপলক্ষে বাড়িতে যেতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন সুবিধা পাচ্ছে না। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গতকাল (১৪ জুলাই) অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ে শিক্ষার্থীদের করা আবেদনের বিষয়টি উত্থাপিত হয়।তবে সিন্ডিকেটে তাদের এ আবেদন গৃহীত হয় নি।’’

এর আগে, গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র নুরুজ্জামান শুভ, বুলু হোসেন এবং নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র আরাফাত রহমান অভি ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে চেয়ে শিক্ষার্থীদের পক্ষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এরপর ১১ জুলাই জাবি শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসেন রাজনের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতা-কর্মী উপাচার্য বরাবর একই দাবিতে স্মারকলিপি দেন।

এ বিষয়ে নুরুজ্জামান শুভর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ইদে ক্যাম্পাসের আশেপাশে থাকা জাবি শিক্ষার্থীদেরদের বাড়ি পৌঁছে দিতে প্রশাসনের নিকটে বাস চেয়ে আবেদন করেছিলাম। ক্যাম্পাসের নিজস্ব বাস রয়েছে, বেতনভুক্ত ড্রাইভার রয়েছে। তবুও প্রশাসন এই আবেদন নাকচ করে দিয়েছি।

তিনি বলেন, ঠিক এই সময়ে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে তাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাস দিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে; সেখানে জাবি প্রশাসন আরো একবার শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলো।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দায় এড়িয়ে গেছেন। তিনি বলেন, “অনলাইনে পরীক্ষা নেয়ার কারণে অনেক শিক্ষার্থী হলে থাকা বিভিন্ন ম্যাটরিয়ালস নিতে এসেছে। অনেকেই ভালো ইন্টারনেট সুবিধা পেতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে মেস-বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকার কারণে অনেক শিক্ষার্থীই বিভিন্ন সেবা নিতে দূর-দূরান্ত থেকে এসেছে। তাদের নিরাপদে পৌঁছে দেবার জন্য প্রশাসনের দায় থেকেই যায়”।

এ নিয়ে শাখা ছাত্রলীগের এম মাইনুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে লকডাউন যদি শিথিল না হতো তবে তারা হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিত। কিন্তু যেহেতু সরকার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাস চলাচল শুরু হয়েছে সেহেতু আমরা আমাদের আলোচনা থেকে সরে এসেছি’।

তবে তিনি আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থী বান্ধব হয়ে উঠবে।