রাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সুলতান

অধ্যাপক  ড. সুলতান উল ইসলাম ও রাবি লোগো
অধ্যাপক  ড. সুলতান উল ইসলাম ও রাবি লোগো  © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক  ড. সুলতান উল ইসলাম। তিনি রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহবায়ক।

মঙ্গলবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মন্ত্রণালয়ের উপ-সচিব নূরে আলম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আদেশক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩ (১) দ্বারা অনুযায়ী রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর সুলতান উল ইসলামকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ করা হলো। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভিসি কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, প্রো-ভিসি হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

 


সর্বশেষ সংবাদ