রাবির বাস সার্ভিস স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ

  © টিডিসি ফটো

দেশের চলমান কঠোর লকডাউন শিথিলতা ও গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসায় আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে বাস সার্ভিসের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দেয়া এই স্থগিতাদেশের পর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ তুলে জানান, পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমরা এসেছিলাম। হঠাৎ সিদ্ধান্ত পরীক্ষা হবে না। নানা প্রতিকূলতায় এতোদিন দিনাতিপাত করলাম। যেখানে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতিতে তাদের শিক্ষার্থীদের কথা ভেবে নিরাপদে নিজ বাসে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছে। তারপর বহু লেখালেখি ও দাবি দাওয়ার পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও একই পদক্ষেপ নিয়েছে। অনেক দেরিতে হলেও প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

তারা জানান, সব যখন ঠিকঠাক, তখন রাবি প্রশাসন আবার সিদ্ধান্ত থেকে সরে আসল। এটা কেমন মানবতা! অথচ বিশ্বিবদ্যালয় বন্ধ থাকার পরেও মাসের পর মাস বিশ্ববিদ্যালয়ের পরিবহন বেতন দিয়ে আসছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আক্ষেপ করে আরও জানান, পরীক্ষার জন্য এসে হঠাৎ এভাবে আটকে যাওয়ার পর এ কয়েক মাস আমরা কিভাবে কাটিয়েছি, কি খেয়েছি তার খোঁজ তো প্রশাসন নেননি। অবশেষে অনেক সংগ্রামের পর যখন বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করল, তারপর ফের তা থেকে সরে আসা দেশের শীর্ষস্থানীয় কোন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থী বান্ধব চিত্র তুলে ধরে না।

করোনার এই দুর্দিনে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের বাসে নিরাপদে বাড়ি পৌঁছানোর দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, তাদের গাড়ির ফিটনেস নেই। গতিতে অন্যন্য গাড়ির সাথে পেরে উঠবে না! সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলীকে ফোন দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


সর্বশেষ সংবাদ