১২ জুলাই ২০২১, ১০:৩৯

শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারছে না, অভিযোগ পাচ্ছি: জাতীয় বিশ্ববিদ্যালয়

টিকার নিবন্ধন করতে গিয়ে শিক্ষার্থীরা সার্ভার জটিলতায় পড়েছেন  © ফাইল ছবি

করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়ে সার্ভার জটিলতায় পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবশ্য এ পরিস্থিতির দায় শিকার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আশ্বাস দিয়েছে বিষয়টি সমাধানেরও। এছাড়া নিবন্ধনের জন্য সময়ও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

গত ৩১ মে পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বিশ্ববিদ্যালয়গুলো এক লাখের বেশি শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। যেসব আবাসিক শিক্ষার্থীর সঠিক এনআইডি নম্বরসহ তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে, তারাই কেবল সঠিকভাবে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারছেন। কিন্তু তালিকায় যেসব আবাসিক শিক্ষার্থীর সঠিক এনআইডি নম্বর পাঠানো হয়নি, তারা এখন রেজিস্ট্রেশন করতে পারবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানান, আমরাও দেশের অনেক কলেজ থেকে অভিযোগ পাচ্ছি যে, সার্ভার জটিলতায় অনেক শিক্ষার্থী তাদের নাম টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না।

সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আজ-কালের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই। টিকার জন্য শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য সময়ও বাড়ানো হতে পারে।

শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, সার্ভার জটিলতায় টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (MIS) পরিচালক ও ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডাটা এমআইএস ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে বিধায় তারা টিকা গ্রহণ করতে পারছেন। বর্তমানে প্রবাসীদের ডাটা এন্ট্রির কাজ চলার কারণে এই সপ্তাহে নতুন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ নেই।

তিনি বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা আবার টিকা গ্রহণের আবেদন করতে পারবেন। অধিদপ্তর এর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবেন। যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না তারা আগামী (১৫ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন।