বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের স্মারকলিপি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১১:১১ PM , আপডেট: ১২ জুলাই ২০২১, ১২:৩০ AM
চলমান কঠোর লকডাউনে আটকে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রবিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসেন রাজন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক আকতারুজ্জামান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার এশাসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।
তাদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পোঁছে দেওয়া; বিশ্ববিদ্যালয়ের বাস প্রত্যেকটি জেলা শহরে যাওয়া এবং আটকে পড়া শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গুগল ফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
স্মারকলিপিতে করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম ও টিকাদান কার্যক্রমে সফলতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলা হয়, করোনা মহামারীর এই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম থেমে নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আশা করি শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরতে পারবে।
একই দাবি নিয়ে গতকাল শনিবার (১০ জুলাই) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্বিবদ্যালয়ের স্নাতকোত্তর পর্বের তিনজন ছাত্র। তবে বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানিয়েছেন, উপাচার্য এ ব্যাপারে পরিবহন অফিসের পরিচালক সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।