১০ জুলাই ২০২১, ১৮:১৩

টিকা পেতে রাবি শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

করোনার টিকা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা সাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শনিবার (১০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক ড. বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের যে তালিকা দেয়া হয়েছিল, তা হালনাগাদ করার ফলে টিকার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সুরক্ষা সাইটে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি জানান, এ মুহূর্তে দেশের অনেক শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্টরা কাজ করছে। ফলে স্বভাবতই সাইটে চাপ অনেক বেশি। সুতরাং, আবেদন করতে গিয়ে কেউ সমস্যার সম্মুখীন হলে, হতাশ না হয়ে একটু ধৈর্য্য ধরে পুনরায় চেষ্টা করতে হবে।

প্রসঙ্গত, করোনায় থমকে থাকা শিক্ষা কার্যক্রমে গতি আনতে দেশের সকল শিক্ষার্থীকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কাজ করছে সরকার। সেই ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে আবেদন প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও।