অনলাইনেই দায়িত্ব নিলেন জাবির নতুন উপ-উপাচার্য
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৫:৪১ PM , আপডেট: ১০ জুলাই ২০২১, ০৬:০৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
শনিবার (১০ জুলাই) সকাল ১০ টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, “একটি দায়িত্ব সফলভাবে শেষ করার পর আরেকটি দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। এক্ষেত্রে নব নিযুক্ত উপ-উপাচার্য সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ও বিদায়ী উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনকে সফলভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নব নিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষনা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে সকলের পারস্পরিক সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের পরিচালনায় বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন। এ নিয়োগের কার্যকাল চার বছর।
অধ্যাপক ড. মনজুরুল হক উপ-উপাচার্যে যোগদানের পূর্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন