বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে চায় জাবি শিক্ষার্থীরা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৩:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২১, ০৩:৪১ PM
ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাসে করেই বাড়ি ফিরতে চান লকডাউনে আটকে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১০ জুলাই) এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব সানোয়ার হোসেনের কাছে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সাধারন শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র নুরুজ্জামান শুভ ও বুলবুল হোসেন এবং নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বিভাগের ছাত্র আরাফাত রহমান অভি।
স্মারকলিপিতে বলা হয়, অনলাইন পরীক্ষায় অংশগ্রহণে ভালো গতির ইন্টারনেট সুবিধা পেতে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া, ইসলামনগর ও আমবাগান এলাকায় অবস্থান করছে। অনেকেই একাডেমিক কাজ ও টিউশনের কারণে অবস্থান করছে। চলমান লকডাউনের কারণে পরিবহন সেবা বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বাসে করেই বাড়ি ফিরতে চান তারা।
এতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়িতে পৌঁছে দিতে গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে বিষয়টি মানবিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের নিজ নিজ জেলা শহরে পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপাচার্যের একান্ত সচিব সানোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি পেয়েছি। উপাচার্য মহোদয় ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে এর একটি সফটকপি ইতোমধ্যে রেজিস্ট্রার মহোদয়কে প্রেরণ করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।