নিখোঁজ ছাত্র রাজুর সন্ধানে জাবিতে মানববন্ধন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৭:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২১, ০৭:৫২ PM
১৫ দিন ধরে নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্বের পরীক্ষার্থী জাহিদ হাসান রাজুর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জাহিদ হাসান রাজুর নিখোঁজের ১৫ দিনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের নীরবতার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, আমরা বাধ্য হয়েছি আজ মানববন্ধন করতে। আজ ১৫ দিন হলেও জাহিদ ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি সে যেমনই হোক ১৫ দিন ধরে নিখোঁজ থাকবে তা মেনে নেয়া যায় না। আইনশৃঙ্খলা বাহিনীর যত দ্রুত সম্ভব তার সন্ধান দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এ ব্যপারে কার্যকর ভূমিকা রাখা।
৪৫ তম আবর্তনের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৌমিক বাগচী বলেন, একজন ব্যক্তি বিভিন্ন কারণেই নিখোঁজ হতে পারে, কিন্তু ১৫ দিনেও খোঁজ পাওয়া যাবে না তা হতে পারে না। জাহিদ ভাই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, তিনি একজন অমায়িক মানুষ ছিলেন। তিনি দেশের একজন প্রথম শ্রেণির নাগরিক, সে যদি অপরাধ করেও থাকে তার সরাসরি বিচার করা হোক। জাবি প্রশাসনকে আহ্বান করবো তাকে খুঁজতে কার্যকর ভূমিকা পালন করেন।
৪৪তম আবর্তনের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদিক রাকিবুল রনি বলেন, একজন লোক ১৫ দিন ধরে নিখোঁজ, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেশের প্রথম শ্রেণির নাগরিক, এখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না সেখানে সাধারণ মানুষের কি অবস্থা ?
তিনি আরও বলন, ১৫ দিনেও আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজ দিতে পারেনি এটা তাদের ব্যর্থতা। তিনি ভিন্ন মত বা আদর্শের হয়ে থাকলেও ১৫ দিন গুম থাকতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বোঝা উচিত আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুম হয়েছে কাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুম হবে না তার কোন গ্যারান্টি নেই। আমরা চাই আর কোন দাদি তার নাতি হারানোর শোকে মারা যাতে না যায়। আমরা নিখোঁজ জাহিদের সন্ধান চাই, তাকে খুঁজতে প্রশাসনের কার্যকর ভূমিকা চাই।
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের প্রতি রাজুর দ্রুত সন্ধান দাবি করে বলেন, যদি তার দ্রুত সন্ধান দেয়া না হয় তবে ছাত্র সমাজ বসে থাকবে না। তারা কঠোর কর্মসূচি প্রদান করতে বাধ্য হবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ৪৫তম আবর্তনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাজবিবুল গনি নিলয়ের সঞ্চালনায় মানববন্ধনে আরেও বক্তব্য রাখেন রসায়ন ৪৭তম আবর্তনের শিক্ষার্থী ইকবাল হোসেন ও একই বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী মো: রুস্তম আলী।
নিখোঁজ জাহিদ হাসান রাজু গত ২৪ জুন সন্ধ্যায় মেস থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। তারপর থেকে তার ব্যবহৃত দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। পরে ২৬ জুন এ নিয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করে রাজুর পাশের রুমের বাসিন্দা মিজানুর রহমান যিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।
পরে ওইদিনই প্রতারক চক্রের প্রতারণার শিকার হয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজের বড় দুলাভাই কামাল হোসেন। ৩০ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে জাহিদের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ইতোমধ্যে রাজুর দাদি হার্ট অ্যাটাক করে মারা যান। পরে পুনরায় তারা জাহিদের নিজ জেলা বরগুনায় সংবাদ সম্মেলন করেন।