জাবিতে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি পুনর্গঠন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১১:০৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২১, ১১:০৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি (Complaint Committee) পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্টের নির্দেশে গত ২৬ জুলাই, ২০২১ এ গঠিত যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির (Complaint Committee) সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হারুনুর রশিদ কমিটি থেকে অব্যাহতির আবেদন জানান। তার প্রেক্ষিতে অধ্যাপক ড. হারুনুর রশিদকে অব্যাহতি দিয়ে নতুন করে এ কমিটি পুনর্গঠন করা হলো।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন, জাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আরিফা সুলতানা, ঢাবির নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, জাবির আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক ইশিতা আখতার।