শতাব্দী পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি থেকে প্রথম পাস করা মুসলিম ছাত্র যারা ছিলেন

১৯০৮ সালের কার্জন হল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি।
১৯০৮ সালের কার্জন হল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি।   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৯২১ সালের এইদিনে ঢাকার রমনা এলাকায় তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়। সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়। বয়সের হিসেবে প্রতিষ্ঠানটি আজ শত বছর পূর্ণ করল। আর পা দিল ১০১ বছরে। 

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারোদঘাটন করা হয়। ১৯২০ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকল সংস্থায় মুসলমানদের বিশেষ প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকে এবং ‘মুসলিম হল’ নামে নতুন একটি হলের জন্ম হয়।

প্রথম শিক্ষাবর্ষ ১৯২১-২২ সালে তিনটি অনুষদ (কলা, আইন ও বিজ্ঞান) এবং ১২টি বিভাগ ছিল। পরে ১৯২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য চালু হয়।

প্রথমবর্ষে ১৯২১-২২ সালে ছাত্র সংখ্যা ছিল ৮৭৭ জন। তিনটি হল-মুসলিম হল মুসলমানদের জন্য, ঢাকা ও জগন্নাথ হল হিন্দুদের জন্য। প্রথম বছরের শিক্ষক ৬০ জন।

প্রথম পাস করা এমএ মুসলমান ছাত্রদের তালিকায় সবার আগে রয়েছেন মোহাম্মদ আবু ইউসুফ নামে এক শিক্ষার্থী। তিনি ১৯২২ সালে ইংরেজিতে ২য় বিভাগে ১ম হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যালমনাইদের নিয়ে ‘সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়’ স্মৃতিচারণমূলক গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম লিখেছেন, মোহাম্মদ আবু ইউসুফ ২য় পর্বে ভর্তি হয়েছিলেন বলেই ১৯২২ সালে পাস করেন। কিন্তু ১৯২১ সালে যারা প্রথম এমএ ১ম পর্বে ভর্তি হন তারা পাস করে বের হন ১৯২৩ সালে।

তারা হলেন-ইংরেজি : আলতাফ হোসেন ১ম বিভাগ, পাকিস্তানী শিল্পমন্ত্রী আবদুল আজিজ ২য় বিভাগ, আবদুল করিম ৩য় বিভাগ, আফতাবউদ্দিন আহমেদ ৩য় বিভাগ, মীর আহমদ আলী ৩য় বিভাগ, নেফাজউদ্দিন খান ৩য় বিভাগ।

আরবি: মীজানুর রহমান ১ম বিভাগ, মোহাম্মদ সিরাজুল ইসলাম ১ম বিভাগ, মোহাম্মদ তাহেরুল ইসলাম ২য় বিভাগ।

পার্সি: মোইয়াদুল ইসলাম বোরহা ১ম বিভাগ, আবদুল হাদী ২য় বিভাগ।

দর্শন: সৈয়দ জাফরউদ্দিন আহমেদ ১ম বিভাগ, শাহেদ আলী ২য় বিভাগ, মোহাম্মদ আবদুস সালাম ৩য় বিভাগ।

ইতিহাস: মোহাম্মদ জহুরুল ইসলাম ১ম বিভাগ, জিয়াউদ্দিন আহম্মদ ২য় বিভাগ, মোহাম্মদ হোসেন আলী ৩য় বিভাগ।


সর্বশেষ সংবাদ