জাবির বাজেটে যে সব অসঙ্গতি পেল ছাত্র ইউনিয়ন
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১০:৫০ AM , আপডেট: ০১ জুলাই ২০২১, ১০:৫০ AM
সিনেট আহ্বান না করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ অর্থ বছরের বাজেট পাস করাকে ৭৩’র অধ্যাদেশ পরিপন্থী বলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ অর্ণব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়। সংগঠনটি এ বাজেটকে ‘ফুলে ফেঁপে ওঠা প্রশাসনিক কাঠামোর পেট ভরানোর গতানুগতিক বাজেট’ হিসেবে অভিহিত করে এ বাজেট অতিমারীসৃষ্ট সঙ্কট নিরসনে ভূমিকা রাখতে ব্যর্থ হবে’ বলে প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৭৩’র অধ্যাদেশের ২১(খ) ধারা মতে বিশ্ববিদ্যালয়ের বাজেট সিনেট কর্তৃক পাশ হতে হয়। বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সিনেট সভা আহ্বান না করে অনলাইনে সিন্ডিকেট ডেকে বাজেট পাশ করা হয়েছে। নিজস্ব টিচিং এন্ড লার্নিং সফটওয়্যার তৈরি না করা, ডিভাইস ও ইন্টারনেটের জটিলতা নিরসন না করার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে শতভাগ অংশগ্রহণমূলক, কার্যকর ও শিক্ষক-শিক্ষার্থী বান্ধব করে তুলবার আগ্রহ অনুপস্থিত বলে অভিযোগ করা হয়।
চিকিৎসা কেন্দ্রের বাজেট ৪১ শতাংশ কমানোর প্রতিক্রিয়ায় হতাশা ব্যক্ত করে বলা হয় , মহামারী থেকে শিক্ষা নিয়ে প্রশাসনের উচিত ছিল সংকট নিয়ে ধুঁকে ধুঁকে চলা চিকিৎসা কেন্দ্রের বরাদ্দ বাড়ানো।শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা বাস্তবায়ন হবে কি না তা নিয়ে সংশয় থেকে যায়। পুরো বিশ্ববিদ্যালয়ের অটোমেশনের পাশাপাশি শিক্ষার্থীদের হিস্ট্রি সংরক্ষণ করলে চিকিৎকরা যেমন শিক্ষার্থীদের ভালো সেবা দিতে পারত তেমনি তা বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষকগণ গবেষণা করতে পারতেন। গবেষণা খাতে মাত্র চার কোটি টাকা বরাদ্দকে অপ্রতুল দাবি করে আরো বলা হয় , বিশ্ববিদ্যালয়ের ২৬৬ কোটি ২৪ লাখ টাকার মধ্যে মাত্র ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রমাণ করে বিশ্ববিদ্যালয় তার কাজ থেকে যোজন যোজন দূরে।
গবেষণা খাতের বাজেট বরাদ্দ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মেধাবৃত্তি মাসিক ১০০০ টাকা করা ও করোনায় অর্থনৈতিকভাবে দূরাবস্থার শিকার শিক্ষার্থীদের পরিবারের জন্য ফান্ড গঠনের দাবিও জানানো হয়।