৩০ জুন ২০২১, ২৩:৫৪

ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামানের জন্মদিন আজ

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের জন্মদিন আজ (১ জুলাই)। ১৯৬৪ সালের এই দিনে বরগুনার পাথরঘাটা উপজেলার কালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

অধ্যাপক ড. আখতারুজ্জামান ঢাবির ২৮তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাবির উপ-উপাচার্যের (প্রশাসন) দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করেন। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন। 

তিনি ভারতের আলীগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের ফুলব্রাইট স্কলার  এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো ছিলেন।

অধ্যাপক আখতারুজ্জামান ১৯৯০ সালে ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

তিনি ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত জসীমউদ্দিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টানা তিন মেয়াদে (২০০৪, ০৫ ও ০৬) তিনি ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া ২০০৯ ও ২০১১ সালে শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।