৩০ জুন ২০২১, ২০:২৮

শতবর্ষের মূল আয়োজন ১ নভেম্বর, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরের ১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শতবর্ষের মূল আয়োজন অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দেয়া এক শুভেচ্ছা বাণীতে এ তথ্য জানা গেছে।

ঢাবি উপাচার্য বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং জাতীয় আশা-আকাক্সক্ষার প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষপূর্তি হচ্ছে আজ। নানাবিধ আয়োজনের মাধ্যমে শতবর্ষের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ মূল অনুষ্ঠান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন।

তিনি বলেন, মূল অনুষ্ঠানের অগ্রবর্তী অনুষ্ঠান হিসেবে আগামীকাল (১ জুলাই) সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে বিশেষ এ দিবসটি উদযাপিত হবে। শতবর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।