আইবিএ’র নতুন পরিচালক অধ্যাপক আব্দুল মোমেন

অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন
অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন। আজ বুধবার (৩০ জুন) দুপুরে পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ নিয়োগ দেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে ১৯৮৪ সালে যোগদান করেন৷ ১০ বছর চাকরি করার পর তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। তিনি ইনস্টিটিউটটির বেশ কয়েকটি প্রশাসনিক পদেও অধিষ্ঠিত ছিলেন।

অধ্যাপক মোমেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে যথাক্রমে প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আমেরিকার ড্রেক বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য ফলাফল নিয়ে এমবিএ শেষ করেছেন। 

একজন উদ্যোক্তা পরিবার থেকে আসা অধ্যাপক মোমেনের উৎপাদন ও রফতানিতে কয়েক দশকের অভিজ্ঞতা এবং শিল্প দক্ষতা রয়েছে। তিনি বিজিএমই'র পরিচালক এবং বর্তমানে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বেশ কয়েকটি সরকারী ও বেসরকারী সংস্থার পরামর্শদাতা, উপদেষ্টা এবং নির্বাচক হিসাবেও কাজ করেছেন।


সর্বশেষ সংবাদ