সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো জিএসবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে গ্রীন সারভাইভারস্ বাংলাদেশ (জিএসবি)।
মঙ্গলবার ( ২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনের সামনে পঁচিশ জন শিশুর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনায় মনোযোগী হতে বলেন এবং সবাইকে সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সুবিধাবঞ্চিত শিশুরা অর্থের অভাবে ঝড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মাহদী হাসান দীপু।
এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল করিম, জিএসবির উপদেষ্টা মোহাম্মদ রুবেল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মিরাজ রহমান খান।