২৯ জুন ২০২১, ১৪:১৭

জাবির বাজেট ২৬৬ কোটি টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২৬৬ কোটি ২৪ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। আজ রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও সিন্ডিকেট সভায় ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

আজ মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বাজেট উপস্থাপন করেন। সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, সিন্ডিকেটের অন্যান্য সদস্য এবং সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ উপস্থিত ছিলেন।