ঢাবি নিয়ে পত্রিকায় প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ সলিমুল্লাহ খানের
দেশের জাতীয় দৈনিক প্রথম আলোসহ আরও বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে অধ্যাপক সলিমুল্লাহ খানের বক্তব্য ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আজ সোমবার ‘সলিমুল্লাহ খান - Salimullah Khan’-এর ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরা হয়।
স্ট্যাটাসে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের খবরের এক জায়গায় একটি বড় ভুল আছে। প্রতিবেদকের অনবধানতায় সলিমুল্লাহ খানের বরাতে ছাপা হয়েছে, ‘‘...মাঝারি মানের লোকেরা এখানে সেরা মানের লোকদের নিয়োগ দেন।’’
ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত গতকাল রবিবার ওয়েবিনারে সলিমুল্লাহ খান প্রকৃতপক্ষে বলেছিলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে প্রথম শ্রেণীর লোকজন প্রথম শ্রেণীর লোকই বেছে নেন, অথচ দ্বিতীয় শ্রেণীর লোকজন বেছে নেন তৃতীয় শ্রেণীর লোক।’’
এই নিয়মটি এন্ড্রু বাইল কথিত বিশ্ববিদ্যালয়ের নিয়োগবিধি প্রসিদ্ধ বলেও ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়েছে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় ‘উচ্চশিক্ষার ভবিষ্যৎ’ বিষয়ে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন হয়। অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেয়া সলিমুল্লাহ খানের বক্তব্য উদ্ধৃতি করে সংবাদমাধ্যগুলোর খবরে বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। এগুলোতে শিক্ষণের কিছুই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পিছিয়ে পড়ছে? নিয়োগের ক্ষেত্রে কী ঘটছে? দ্বিতীয় শ্রেণির লোকেরা এখানে তৃতীয় শ্রেণির লোকদের নিয়োগ দেন। ব্যতিক্রম থাকতে পারে।
তবে আমার মনে হয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান। বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাথমিকভাবে শিক্ষাদান এবং তার পরে গবেষণার কেন্দ্র। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাদানের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত হলেও বর্তমান পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ই চিন্তার জায়গায় ওয়েস্টার্ন।’’