চবিতে পরীক্ষা স্থগিতের ৪ ঘণ্টা পর সিদ্ধান্ত পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা দেওয়ার ৪ ঘণ্টা পর নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩০ জুন) পর্যন্ত চলবে সব ধরনের পরীক্ষা। প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুন) রাত ১১টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় পরিবর্তন করায় আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩০ জুন) পর্যন্ত সব ধরনের পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া রবিবার (২৭ জুলাই) ঢাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে না বলেও জানান তিনি।
এর আগে শনিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
এদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা শুনে অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করায় বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী।
পরীক্ষা স্থগিতের ঘোষণা শুনে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। রাত ১২ টায় নারায়ণগঞ্জে রাস্তায় থাকা অবস্থায় প্রশাসনের নতুন সিদ্ধান্তের কথা জানতে পারেন তিনি। এতো দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন তিনি।
গোলাম রাব্বানী নামে আরেক শিক্ষার্থী প্রশ্ন তুলেন, ‘আমরা যারা বাড়ির পথে আছি, তাঁরা কীভাবে পরীক্ষায় অংশ নিবো?’