শামসুন্নাহান হলের সামনে ‘অন্ধকার জায়গা’ থেকে প্রেমিক-প্রেমিকা আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুরের মৃত্যুর সঙ্গে ভয়ঙ্কর মাদকের সংশ্লিষ্টতা পাওয়াকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে টিএসসি থেকে পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।
এছাড়া শামসুন্নাহান হলের সামনে থেকে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়াদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।
তিনি বলেন, টিএসসি থেকে চার ছেলে ও এক মেয়েকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হয়েছে। এছাড়া শামসুন্নাহান হলের সামনে অন্ধকারে দুই ছেলে-মেয়েকে পাওয়া গেছে। তাদেরকেও থানায় দেওয়া হয়েছে। এদেরকে এর আগে মাদকসহ পাওয়া গিয়েছিল। তখন তাদের অভিভাবকদের কাছে হস্তানন্তর করা হয়েছিল। আবারও মাদক পাওয়ায় তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। এরা সবাই বহিরাগত।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে চার দফা অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।