২৬ জুন ২০২১, ২০:৫১

কুবির পর চবির বাসও শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস  © টিডিসি ফটো

পরীক্ষা স্থগিত ঘোষণার পর বাড়ি যাওয়া নিয়ে বিপাকে পড়া শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। শিক্ষার্থীদের নিজ জেলায় পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের চারটি বাস বরাদ্দ দেয়া হয়েছে। আগামীকাল রবিবার স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে এ বাসগুলো ছেড়ে যাবে।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আগামীকাল রবিবার স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) থেকে ঢাকা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেবা দেয়া হবে।

তিনি বলেন, দুপুর ১২টা থেকে শিক্ষার্থীর উপস্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ চারটা বাস একে একে ছেড়ে যাবে। তবে চট্টগ্রাম শহর বা নিকট দূরত্বের শিক্ষার্থীদের নিজ ব্যবস্থাপনায় যাওয়ার অনুরোধ করবো। যাতে করে দূরের শিক্ষার্থীরা এ সেবার সুযোগ পায়।

এদিকে, সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করায় আগামীকাল রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অধ্যাপক বেনু কুমার দে বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশে লকডাউন ঘোষণা করায় চবির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।

এর আগে, একইভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়। পরে আজ শনিবার সকাল ৬টায় ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে ৪টি ও চট্টগ্রামের উদ্দেশ্যে ৫টি বাস ছেড়ে যায়।