চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
কঠোর লকডাউন ঘোষণা করায় আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশে লকডাউন ঘোষণা করায় চবির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।
এর আগে, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে। পরে গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।
পড়ুন: শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার দাবি চবি ছাত্র ইউনিয়নের
লকডাউন ঘোষণা আসলে চরিব সব পরীক্ষা স্থগির করা হবে বলে গতকাল শুক্রবারেই জানিয়েছেন অধ্যাপক বেনু কুমার। তিনি বলেছেন, সরকার যদি সারাদেশ শাটডাউনের সিদ্ধান নেয়, আমরা তৎক্ষনাৎ সব ধরনের পরীক্ষা স্থগিত করে দেবো। সরকারি সিদ্ধান্তের বাইরে পরীক্ষা নেয়া যাবে না।
এরপর এদিন রাতে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে এবারের নির্দেশনায় সবাইকে ঘরে থাকতে হবে।