শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার দাবি
আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব পরীক্ষা স্থগিত করতে যাচ্ছে প্রশাসন। এদিকে এ পরিস্থিতে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এসব শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
আজ শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গৌরচাঁদ ঠাকুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সৌরভ ধর এক যৌথ বিবৃতিতে পরীক্ষা দিতে আসা এসব শিক্ষার্থীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ দায়িত্ব নিতে হবে।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলতি মাসের ১৪ তারিখ চবি প্রশাসন হল বন্ধ রেখে সকল বিভাগে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে এসে হাজির হয়। হল বন্ধ থাকার দরুন তারা সকলেই ক্যাম্পাসের আশেপাশে এবং শহরে কয়েকমাসের জন্য বাসাভাড়া নিয়েছে। এই অবস্থায় হঠাৎ পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
তারা বলেন, লকডাউন ঘোষণা করায় আজ এবং আগামীকাল সড়কে চরম দুর্ভোগে পড়বে সকল ধরনের যাত্রী। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। ছাত্র ইউনিয়ন মনে করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হলেই এই পরীক্ষার্থীদের স্ব-স্ব এলাকায় পৌঁছানোর দায়িত্ব নিতে পারে। পাশাপাশি পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত উপায়ে সকল পরীক্ষা আয়োজনের দাবি জানায় ছাত্র ইউনিয়ন।
পড়ুন: পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে কুবির বাস
এর আগে, গতকাল আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে জানান, দেশে ১৪ দিনের ‘শাটডাউন’ ঘোষণা করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও (চবি) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হবে। সরকার যদি সারাদেশ শাটডাউনের সিদ্ধান নেয়, আমরা তৎক্ষনাৎ সব ধরনের পরীক্ষা স্থগিত করে দেবো। সরকারি সিদ্ধান্তের বাইরে পরীক্ষা নেয়া যাবে না। এ বিষয়ে নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এরপর এদিন রাতে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে এবারের নির্দেশনায় সবাইকে ঘরে থাকতে হবে।