গবেষণা ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক না হলে র্যাংকিংয়ে আরও পেছাবে ঢাবি
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং বিষয়ে গত সিনেট অধিবেশনে বলেছিলাম। র্যাংাকং নির্ধোরনের সূচক সমূহ, বিশেষ করে মৌলক গবেষণা ও আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী ভর্তির অনুপাতের উন্নয়ন না ঘটালে বিশ্ব র্যাংকিংয়ে আমাদের উন্নয়ন তো দূরের কথা, পিছানো অস্বাভাবিক নয়।
বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে এসব কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, কিউএস র্যাংকিংয়ে আমাদের অবস্থান ৮০০ থেকে এক হাজার। কিন্তু বিষয়ভিত্তিক ‘বিজনেস এন্ড ম্যানেজমেন্ট স্টাডিস’ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টে
ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে তিনি বলেন, আমরা আমাদের ভর্তি পরীক্ষা আগামী আগস্ট মাসেই নিতে চাই। আমাদের ডিনরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের অনেকেরে সাথেই আলোচনা করতে হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি মহোদয় ও আমাদের বিশ্ববিদ্যালয়েল চ্যান্সেলরের সাথে আলোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।