২৩ জুন ২০২১, ১৬:৪৪

স্বাক্ষর জালিয়াতি করায় জাবি ছাত্র ইউনিয়ন নেতাকে বহিষ্কার

মিখা পিরেগু  © ফাইল ছবি

স্বাক্ষর জালিয়াতি ও সেই তথ্য গোপন করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিখা পিরেগুকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুন) সংগঠনের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১৪ জুন তারিখে কারণ দর্শানো নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার ভেতর নোটিশের উত্তর দিতে বলা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নেটিশের উত্তর দেননি। নোটিশের উত্তর না দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।  

‘স্বাক্ষর জালিয়াতি ও জালিয়াতির তথ্য গোপন করার দায়ে সংগঠনের গঠনতন্ত্রের ৫৬(গ) ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মিখা পিরেগুকে স্বাক্ষর জালিয়াতির তথ্য গোপনে সহযোগিতা করায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হলো। ’
 
মিখা পিরেগুকে গত ১৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় স্বাক্ষর জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এরপরই কেন্দ্রীয় সংগঠন এ সিদ্ধান্ত নেয়।