রাবি ভিসির বাসার সামনে রাত কাটালেন অবৈধ নিয়োগপ্রাপ্তরা

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে নিয়োগপ্রাপ্তরা সিন্ডিকেট সভা স্থগিত হওয়ার পরও অবস্থান করছেন। মঙ্গলবার (২২ জুন) রাত ১১টার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে আবার অবস্থান শুরু করেন। আজ বুধবার (২৩ জুন) সকাল ৯টার পর পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।

আন্দোলনকারীরা বলছেন, তারা যোগদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। এখানেই রান্নাবান্না করবেন তারা।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে সিন্ডিকেট সভা ঠেকাতে সাবেক উপাচার্যের শেষ কর্মদিবসে নিয়োগপ্রাপ্তরা একই জায়গায় অবস্থান নেন। পরে বাধার মুখে রাত সাড়ে আটটার দিকে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা সাংবাদিকদের বিফ্রিংয়ে বলেন, বাধার মুখে তারা সিন্ডিকেট সভা স্থগিত করেছেন। পরে নিয়োগপ্রাপ্তরা সেখান থেকে উঠে যান। আবার রাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নেন। রাত ১১টা থেকে তারা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারীদের মধ্যে চাকরিপ্রাপ্ত আতিকুর রহমান রাত ২টার দিকে বলেছিলেন, সিন্ডিকেট সভা স্থগিত হয়েছে। সিন্ডিকেট ঠেকানো তাদের কাজ ছিল না। তাদের চাকরিতে যোগদান করা দরকার। তাদের নিয়োগ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য একটু উদ্যোগী হলেই সমাধান হয়ে যেত। কিন্তু তিনি মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত কথা বললেও তাদের বিষয়টি নিয়ে কথা বলেননি।

প্রসঙ্গত, বিদায়কালে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত ভাবে ১৩৭ জন কর্মকর্তা কর্মচারীকে এডহক নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। যা ঐ রাতেই অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।

তদন্ত শেষে অনিয়ম-দুর্নীতির প্রমাণ সাপেক্ষে এ নিয়োগ বাতিলের সুপারিশসহ উপাচার্যের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করে মন্ত্রণালয়। তাছাড়া মন্ত্রণালয়ের নির্দেশে এ নিয়োগ স্থগিত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ