২১ জুন ২০২১, ১৯:৩০

ঢাবির ৮৩১ কোটি টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদন

  © ফাইল ফটো

আসন্ন ২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

আজ সোমবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন। আলোচনার পর সিন্ডিকেট এ বাজেট অনুমোদন দেয়। আগামী ২৪ জুন সিনেটে আলোচনার পর এ বাজেট চূড়ান্ত হবে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২২ অর্থ বছরের ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট আগামী ২৪ জুন অনুষ্ঠেয় সিনেট সভায় উপস্থাপনের অনুমোদনের জন্য সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং এই বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।