ক্যান্সার আক্রান্ত ঢাবি কর্মচারী আলেয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে বাঁচাতে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির রেজিস্ট্রার দপ্তর-৩ এ অফিস সহায়ক হিসেবে কর্মরত আলেয়া বেগম দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত৷ তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এজন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন।এই বিপুল পরিমাণ টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই আলেয়া বেগমের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করা হলো।

জানা গেছে, আলেয়া বেগমের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ছিলেন। অসুস্থতা জনিত কারণে চাকরিরত অবস্থায় মারা যান। আলেয়া বেগমের তিন সন্তানই পড়ালেখা করেন। তার পুরো পরিবার তার উপর নির্ভরশীল। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন।

আলেয়া বেগমকে সহযোগিতার জন্য

বিকাশ: ০১৮৭৭৭১৯৯৮৮

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ৪৪০৫৭৩৪২৪১৬৫২

সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা।


সর্বশেষ সংবাদ