প্রাইভেট কারের ধাক্কায় ঢাবি ক্যাম্পাসে ২ শিক্ষার্থী গুরুতর আহত
বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মূল ফটকের সামনে পলাশী রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত একজন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী কামরুল হাসান এবং অন্যজন হচ্ছে অমর একুশে হলের শিক্ষার্থী জুনায়েদ ইসলাম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী সাকিল রেজা বলেন, আমরা কয়েকজন হলের সামনে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম। এমনসময় একটি বেপরোয়া প্রাইভেট কার এসে পেছন থেকে আমাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন। আহত শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা শেষে পিজি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখন গাড়ী চালকের বিরুদ্ধে শাহবাগ থানায় এটেম্প টু মার্ডারের মামলা করবো।
তিনি আরো বলেন, এমন একটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টেরিয়াল টিম প্রথমে আসলেও থানায় আমরা তাদের খুঁজে পাইনি। ক্যাম্পাসের মধ্যে নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে শিক্ষার্থীরা দিনের পর দিন আহত হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কে এম গোলাম রাব্বানী বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। আমাদের প্রক্টেরিয়াল টিম সেখানে গিয়েছে। আমরা দুপক্ষকেই শাহবাগ থানায় পাঠিয়েছি। এ ঘটনার সার্বক্ষণিক খবর রাখছি।