শতভাগ উপস্থিতিতে চলছে চবির অসমাপ্ত পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বর্ষের অসমাপ্ত পরীক্ষাসমূহ যথারীতি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে আজ বৃস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা শতভাগ শিক্ষার্থী উপস্থিতি রয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন বর্ষের অসমাপ্ত পরীক্ষাসমূহ গত ১০ জুন থেকে যথারীতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হচ্ছে।

এতে বলা হয়, আজ বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষা যথারীতি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষাদ্বয়ে শতভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মুহাম্মদ মুছা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আজ বেলা ১১টা থেকে বাংলা বিভাগের পরীক্ষা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার গতি চলমান রাখতে পরীক্ষা গ্রহণ শুরু করেছি। তবে পরিস্থিতির অবনতি হলে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আমরা পুনরায় স্থগিত করব।


সর্বশেষ সংবাদ