রাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা 

আহ্বায়ক রাহী ও সদস্য সচিব সানিন
আহ্বায়ক রাহী ও সদস্য সচিব সানিন  © সংগৃহীত

সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক ও শামসুদ্দিন চৌধুরী সানিন কে সদস্য সচিব করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুন) বিকেলে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়।

এবিষয়ে নতুন আহ্বায়ক সুলতান আহমেদ রাহী জানান, দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে যেতে চাই। এছাড়া নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে একাগ্রতার সাথে কাজ করার আহ্বান জানান এ ছাত্র নেতা।

৩১ জন সদস্য বিশিষ্ট এই কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাসেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, বুলবুল রহমান, আহসান হাবীব, সাকিলুর রহমান সোহাগ, মাহমুদুর মিঠু, শামস দীপ্ত জহীর শাওন, সম্রাট আব্দুল লতিফ, মারুফ হোসেন, মো. নাসির আহমেদ, ওয়াজেদ আলী ও এম এ তাহের।

এছাড়া নব কমিটির সদস্য হিসেবে রয়েছেন, ফারুক হোসান, আবির হাসান হিমেল, আতিক শাহরিয়ার আবির, সৌমেন রায়, তুষার শেখ, মো. ইমরান হোসেন রাকেশ, মো. মোকাদ্দেস আলী, সানজিদুল ইসলাম সূর্য, জাকির রেদোয়ান, আবু সাঈদ, সজিব ওয়াজেদ জয় এবং শেখ তাকবির আহম্মেদ ইমন।

উল্লেখ্য, ১ জানুয়ারি ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। দলটি জাতীয়তাদী বিএনপি এর অঙ্গ-সংগঠন। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি লক্ষ্যে দেশের তরুণ ছাত্রদের নিয়ে এ দল প্রতিষ্ঠা করেন মেজর জিয়াউর রহমান।

আরও দেখুন: প্রতিষ্ঠার ১৬ বছর পর নোবিপ্রবিতে কমিটি পেল ছাত্রদল


সর্বশেষ সংবাদ