চবির রাজনীতি বিজ্ঞান বিভাগ নিয়ে সামাজিক মাধ্যমে না লিখতে নোটিশ জারি

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির বিজ্ঞপ্তি
চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির বিজ্ঞপ্তি   © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ নিয়ে শিক্ষার্থীরা যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য না প্রকাশ করে এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বিভাগের সভাপতি ড. অধ্যাপক আনোয়ারা বেগম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা রাজনীতি বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীরা এ বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে।

ঠিক কী কারণে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা জানা যায়নি।

তবে বিভাগের সভাপতির পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেনি। পোস্টটি হুবহু এখানে দেওয়া হলো:

ফেসবুক একাউন্টে এক পোস্টে বলেছেন, স্নেহের শিক্ষার্থীরা, সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করা নিয়ে বিভাগের নোটিশ নিয়ে তোমারা অনেকে অবাক হয়েছো। এটা তোমরা উপদেশমূলক হিসেবে নিও, নিষেধাজ্ঞা হিসেবে নিও না। তোমরা সবাই তরুণ। তোমরা ভালো মনে করে কিছু লিখলেও তা ভিন্নভাবে কেউ বুঝতে পারেন ও মনে কষ্ট পেতে পারেন। সেটাই একটু মনে করিয়ে দেওয়া। ভালো থেকো সবাই।

- আনোয়ারা বেগম, অধ্যাপক ও সভাপতি, রাজনীতি বিজ্ঞান, চবি।