বাদ আসর ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদে তুষ্টির জানাজা

ইসরাত জাহান তুষ্টি
ইসরাত জাহান তুষ্টি  © সংগৃহীত

আজ রবিবার (৬ জুন) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইসরাত জাহান তুষ্টির (২১) জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হবে। দুপুরের দিকে তাওসিফুল ইসলাম নামে তার এক সহপাঠী বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যা ছিল ঢাবি ছাত্রী তুষ্টির

এর আগে সকালে রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে তুষ্টির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুরে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ থাকায় আজিমপুর স্টাফ কোয়ার্টার্সের ১৮ নম্বর ভবনের নিচতলায় এক বান্ধবীর সঙ্গে থাকছিলেন তুষ্টি।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী তুষ্টির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে: প্রক্টর

জানা যায়, জানান, ফায়ার সার্ভিসের একটি দল সকালে খবর পেয়ে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তুষ্টিকে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়।

আরও পড়ুন: আজিমপুরে বাথরুমে পড়ে ছিল ঢাবি ছাত্রীর নিথর দেহ


সর্বশেষ সংবাদ