‘শিক্ষার্থীদের আত্মহত্যা পেছনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাও একটা বড় কারণ’
স্বাস্থ্যবিধি মেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্যাম্পাস খোলার জন্য যে শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের টিকা দেওয়া। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী এবং অধিকাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। তাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলতে বাঁধা কোথায়? আমরা চাই অতি দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।
জাবি সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক সাদিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া না হলে আমরা আরও কঠিন আন্দোলনের পথ বেছে নেবো। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় খুলে দিতে উদ্যোগী হবে।
ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, বাংলাদেশের ৪৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে শুধুমাত্র হতাশা থেকে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় এটার বড় কারণ। আমরা দেখেছি সারা দেশের শিক্ষকদের সংগঠন বলছে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার কথা।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, শিক্ষার্থীদের অনেকদিনের দাবি শিক্ষা প্রতিষ্ঠান খোলার, অথচ ক্যাম্পাস বন্ধের দেড় বছর পর শুনছি হল নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এই কথা মূলত প্রমাণ করে শুধুমাত্র করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে আছে এরকম না বরং যে কাজ চলছে সেখানে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির ধারা অব্যাহত রাখতেই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।