করোনা উপসর্গ নিয়ে চবির কর্মচারীর মৃত্যু

কয়েকদিন ধরে জ্বর-কাঁশি ছিল শফির
কয়েকদিন ধরে জ্বর-কাঁশি ছিল শফির  © টিডিসি ফটো

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের ডাইনিং স্টাফ মো. শফি মারা গেছেন। আজ সোমবার (৩১ মে) দুপুর ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

দুপুরে হাটহাজারীর আলিফ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, মারা যাওয়ার খবর পেয়েছি। তবে করোনা উপসর্গ ছিলো কি না সেটা জানতে পারিনি।

মো. শফির প্রতিবেশী মো. এরশাদ বলেন, কয়েকদিন ধরে জ্বর-কাঁশি ছিল শফির। তবে করোনা পরীক্ষা করা হয়নি।

তার বাসা বখতিয়ার ফকির বাড়ি এলাকায়। আজ রাত ৯টায় মদন ফকির মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান এরশাদ।


সর্বশেষ সংবাদ