ছাত্র ফেডারশনের

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যৌক্তিকতা নিয়ে অনলাইন মতবিনিময় সভার আয়োজন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন  © ছবি : সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে একটি অনলাইন মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। বর্তমানে করোনা পরিস্থিতিতে একদিকে শিক্ষার্থীদের আন্দোলনের চাপ অন্যদিকে করোনার প্রকোপ। পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কি ভাবছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা? এবং কেন শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চায়? এই নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন অনলাইন মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে রবিবার (৩০ মে)।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেইজ লিংক- fb.com/BangladeshStudentFederation থেকে আজ রাত ৮টায় যে কেউ যুক্ত হতে পারেন। এই সভায় আলোচনা করা হবে এই মহামারিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আন্দোলন করলেও আসলে কি ভাবছেন শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা এছাড়াও তুলে ধরা হবে শিক্ষার্থীদের মতামত ও যুক্তি।

সভায় মতামত দিতে উপস্থিত থাকবেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ নিজার ও সায়েমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম ও সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল ফজলে সহ আরও অনেকে।


সর্বশেষ সংবাদ