সশরীরে পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে জাবির ৪৪ শিক্ষকের বিবৃতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২১, ০২:৫৮ PM , আপডেট: ২৯ মে ২০২১, ০৪:১৩ PM
স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ শনিবার (২৯ মে) এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে ফোরামের ৪৪ শিক্ষক বলেন, এক বছরের বেশি সময় ধরে আমরা বিভিন্নভাবে কোভিড-১৯ দ্বারা প্রভাবিত। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের দেশে সবচেয়ে বেশি সময় ধরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর প্রভাব কাটিয়ে উঠতে দুই বছরও সময় লেগে যেতে পারে।
বিবৃতিতে কোনো কোনো বিভাগের শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাশ ও পরীক্ষা গ্রহণ আবশ্যিক হতে পারে বলে মনে করেন শিক্ষকরা। এ সকল বিষয় বিবেচনা করে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষা পর্ষদ ও সিন্ডিকেটের প্রতি আহবান জানান তারা।
বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক মজিবুর রহমান, অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক সালেহ আহমেদ, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মঞ্জুর এলাহী, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক জাকির হোসেন, মো. রেজাউর রাকিব প্রমুখ।
এদিকে গত বৃহস্পতিবার (২৭ মে) জাবির অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার পক্ষে সুপারিশ করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনুমোদন দিলে এটি কার্যকর হবে।
জানা গেছে, অ্যাসাইনমেন্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের স্নাতক চূড়ান্ত পরীক্ষাও অনলাইনে নেয়া হয়েছিল।